পাতা:গোলকুণ্ডা - ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ.pdf/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» oኳ” গোলকুণ্ড । [ 8र्थं ख्वश्रु কুতবা । ( হাস্য) তোমাকে বানরী বলেছিলআরজ। সেই হতভাগা এই হতভাগীকে দেখবার লোভে এসে যখন ওই হতভাগাকে মাঝখানে দেখেছিল— কুতব। আবার কে হতভাগা ? আরজ। আর দেখেই তলোয়ার খুলে কাটতে এসেছিল, তখন ত সে মরিয়া। বক্ষ প্রসারিত ক’রে তাকে বললে, “যদি এবারেও ওই অঙ্গ বুকে বসাতে না পারি, পূৰ্ব্বে তোমাকে একবার অপমানিত করেছি। দ্বিতীয় বারও অবমানিত করব।” কুতব। কে সে হতভাগ্য, আরজ বন্দ ? আরজ । হতভাগা, সে হতভাগা । কিন্তু এও তা হতভাগা ! কথার খেলাপ করলে । কেন করলে ! কেন সে লক্ষ্যভ্ৰষ্ট-সত্যভ্ৰষ্ট হল । মরণের ভয়ে কি সে পিছিয়ে গেল ? সত্যের ঘরের কাবাটে হাত দিয়ে, মৃত্যুর আশঙ্কায় শুধু স্পর্শের অস্তিত্ব জানিয়ে সে কি ফিরে এলো ? না, না, তখন ত সে মরণকে ভয় করেনি। ভয় করলে আমাকে, শুধু আমাকে । জগতের সমস্ত মৃত্যু-বিভীষিকা তার অগ্রগতির সঙ্গে সঙ্গে পিছিয়ে গিয়েছিল। সেই শূন্য ব্যবধান পূর্ণ করলুম। আমি, মনে করলে, সে হতভাগাটা বুঝি আমার প্ৰিয়তম, পাছে তার গায়ে হাত তুললে আমি রুষ্ট হই, আর তাকে সে তিরস্কারের একটা ইঙ্গিত পৰ্য্যন্ত করতে সাহস করলে না । মুখের দিকে আমার আমন করে, দেখছেন কি পিতা ? কুতব । তুমি ক্ষিপ্ত হয়েছ কি না। তাই দেখছি। এসব কি অর্থহীন কথা তুমি আমাকে শোনাচ্ছি ? उद्भञ्ज | प् िऊर्थं ९८क ? কুতব। তা হ’লে বুঝবো কুতব-সাহী বংশের বিপুল মান,যার তার পদ-দলিত হ’তে তুমি পথে নিক্ষেপ করে’ এসেছি।