বিষয়বস্তুতে চলুন

পাতা:মৈমনসিংহ গীতিকা (প্রথম খণ্ড) - দীনেশচন্দ্র সেন.pdf/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কঙ্ক ও লীলা
৩০৫

“শুন শুন বিচিত্র আরে মাধব সুন্দর।
আজি হতে তোমরা পুন যাবে দেশান্তর॥
কিন্তু এক কথা মোর শুন দিয়া মন।
গৌরাঙ্গের পূর্ণ ভক্ত হয় সেই জন।
যে দেশে বাজিছে গৌরচরণ-নূপুর॥
সেই পথ ধরি তোমরা যাও ততদূর॥
যে দেশেতে বাজে প্রভুর খোল করতাল।
হরি নামে কাঁপাইয়া আকাশ পাতাল॥
সেই দেশে কঙ্কর করিও অন্বেষণ।
অবশ্য গৌরাঙ্গ-ভক্তে পাবে দরশন॥
যে দেশে গাছের পাখী গায় হরিনাম।
নাম-সংকীর্ত্তনে নদী বহে সে উজান॥
শিষ্য-পদধূলি মেখে ছাইয়াছে, গগন।
যে দেশে অবশ্য প্রভুর পাবে দরশন॥”

বিচিত্র মাধব তবে গুরুর আদেশে।
পুনরায় দোঁহে মিলি চলিল বৈদেশে॥
কঙ্কে অন্বেষিতে পুন যায় দুইজন।
এদিকে হৈল কিবা শুন বিবরণ॥১—৩০

(২১)

জনরব

জনরব এই মাত্র সর্ব্বলোকে বলে।
ডুবিয়া মরেছে কঙ্ক দরিয়ার[১] জলে॥

* * * *

বলা কওয়া করে লোকে এই মাত্র শুনি।
শুধাইলে উত্তর নাই না শুধালে শুনি॥[২]

39—1918 B.T.
  1. দরিয়া=নদী।
  2. শুধাইলে—শুনি=জিজ্ঞাসা করিলে কেহ বলে না, অথচ জিজ্ঞাসা না করিয়াও অনেক সময়ে শোনা যায়।