পাতা:গৃহদেবী - বিজয়রত্ন মজুমদার.pdf/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8c . খৃদবা তরুণ দেখিধে না বলিয়াই চাহিল না। কণ্ঠস্বর সাধ্যমত কঠিন করিয়া বলিল—আমি "বলি নি, তুমিই বলিয়েছ। তুমিই, আলোচনা জাগিয়ে এমন করে দিয়েছ, যে তার হাত থেকে অম্বাকে বাঁচানো শুধুই আমার কৰ্ত্তব্য নয়—ধৰ্ম্ম। সত্যবতীও” ক্ষণিকের দৌৰ্ব্বল্য ঝাড়িয়া ফেলিয়া বলিলেনএতবড় ধৰ্ম্ম কোথায় শিখেছি তরুণ যে মা’কে ব্যথা দিতে পার । সাধু পুরুষ ! নিৰ্ম্মল চিত্ত কি-না এক কুলটার... তরুণ বাধা দিয়া বলিল-ব্যাস-খুব হয়েছে—চুপ কর। অম্বা এই সময়েই ঘরে পা দিয়া দাড়াইয়াছিল । সত্যবতী। তন্মুহুর্তে কক্ষ ত্যাগ করিলেন। তরুণও আর বসিয়া থাকিতে পারিল না, মাতালের মত অম্বার হাতটি ধরিয়া ফেলিল। অম্বা বাধা দিল না-তরুণী যুবতীর হৃদয় তখন কূলে কূলে মথিত হইয়া উঠিতেছিল। এই সমুদ্রমন্থনের মতই ভীষণ দৃশ্য পাছে নিজেরই চোখে পড়িয়া অন্ধ হইয়া যায়-সে। চক্ষু মুদ্রিত কবিল। তরুণও ঝড়ের মত ঘর ছাড়িয়া চলিয়া “গেল । অম্বা হাতের মধ্যে হাত চাপিয়া ধরিয়া খসিয়া পড়িল। তেইশ এগারোটা বাজিয়া গেল, তরুণ ফিরিল না। সেই লজ্জাকর অভিনয়ের পরই সত্যবতী নিজের ঘরের মাটিতে লুটাইয়া কঁাদিতেছিলেন। কান্নার শব্দে তিনি নিজেই মৱzম মরিয়া যাইতেছিলেন। সর্বকল্যানধার তরুণ যে তঁহাকে