পাতা:বৃহৎ বঙ্গ - দীনেশচন্দ্র সেন.pdf/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S by বৃহৎ বঙ্গ শ্ৰেষ্ঠ বাক্তি, এবং প্রথম সাধু। ইনি একজন ধনশালী এবং পরাক্রান্ত রাজার পুত্র ছিলেন, কিন্তু হৃদয়ের মহত্বগুণে সমস্ত ভোগ-বিলাস ত্যাগ করেন।” তারপর বুদ্ধদেব কিরূপে তাহার পিতা কর্তৃক এক মনোরম নিভৃত গৃহে জগতের দৃষ্টির অন্তরালে সুরক্ষিত হইয়াছিলেন এবং সহসা রাজপথে বাহির হইয়া এক স্বলিত দন্ত, জরাগ্ৰস্ত বৃদ্ধিকে ও একটি মৃত ব্যক্তির শব দেখিয়া সন্ন্যাসী হইয়াছিলেন, মার্কো পোলো তাহার সবিস্তার বর্ণনা দিয়াছেন । তিনি উপসংহারে লিখিয়াছেন, “যদি ইনি শুধু খৃষ্টধৰ্ম্মের দীক্ষাটি পাইতেন, তবে ইনি জগতের একজন সর্বপ্রধান সাধু হইতে পারিতেন।” মার্কে পোলো ব্ৰাহ্মণদিগের নিরামিষ ভোজন ও বৈরাগ্যেৰ নানা দৃষ্টান্ত দিয়া উলঙ্গ জৈন-সন্ন্যাসীদের প্রসঙ্গে বলিয়াছেন, “ইহারা উলঙ্গ থাকেন কেন জিজ্ঞাসা করাতে উত্তরে বলিষ্যা থাকেন,--“আমরা জগতে কিছুই লইয়া আসি নাই--জগতের কোন জিনিষের উপর আমাদের দাবী নাই।”