পাতা:দিবারাত্রির কাব্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিবরাত্রির কাব্য Sbrbo হেম্বের অনুশোচনার সীমা রইল না। তাই আনন্দ যখন বলল, “তোমার আজ কি হয়েছে, তুমি কিছুই বুঝতে চাইছ না কেন ?”-তখন সে বিহবিলের মত আনন্দের মুখের দিকে তাকিয়ে রইল, কথা বলতে >व् ब् | আনন্দ তাকে বুঝিয়ে দেবার চেষ্টা করে বলল, “দেখ, তুমি প্রথম যেদিন এলে সেদিন থেকে আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। জেগে৷ ঘুমিয়ে আমি যেন স্বপ্ন দেখতাম। সব সময় একটা আশ্চৰ্য্য সুর শুনছি, নানা রকম রঙীন আলো দেখছি, একটা কিসের ঢেউয়ে আস্তে আস্তে দোল খাচ্ছি-’ বিশ্বফারিত চোখে হেরম্বের দিকে চেয়ে আনন্দ মাথা নাড়ল, “বলতে পারছি না যে ? আমি যে সব ভুলে গেছি ?” তার ভুলে যাওয়ার অপরাধ যেন হেরম্বের, এমনি তীব্রম্বরে সে হঠাৎ জিজ্ঞাসা করল, “কোন ভুলে গেলাম ? কেন বলতে পারছি नों ? হেরম্ব অস্ফুট স্বরে বলল, ‘ভোলো নি আনন্দ । ওসব কথা মুখে दळ शीघ्र न् ।।” কিন্তু আনন্দ একান্ত অবুঝ ---“কোন বলা যাবে না ? না বললে তুমি যে কিছু বুঝবে না। সব কি রকম স্পষ্ট ছিল জান ? আমার এক এক DDD SBDDBD BDBDB BDBD DBS LLLLDLD DBB SBB DB BD SS হেরম্ব কথা বলে না। উত্তেজিত আনন্দ ও অনেকক্ষণ চুপ করে থেকে শান্ত হয় । “আমার আশে-পাশে কি ঘটত ভাল জ্ঞান ছিল না । কলের মত নড়া-চড়া করতাম । তারপর যেদিন থেকে মনে হল আমাদের ভালবাসা