পাতা:বৈকুন্ঠের উইল - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&बङ्कर्छन्न ऐहेल Գe কিন্তু মায়ের সুস্পষ্ট আদেশের বিরুদ্ধে সে যে কি করিবে: তাহা কোনদিকে চাহিয়া দেখিতে না পাইয়াই, সর্বপ্রকার লাঞ্ছনা ও গঞ্জনা নীরবে সহ্যু করিতে লাগিল । নিমাই যখন দেখিলেন, তাহার সমস্ত আশা-আকাজক্ষা, জল্পনাকল্পনা নিস্ফল হইয়া গেল, তখন তিনি ভীষণ হইয়া উঠিলেন এবং *স্পষ্ট শাসাইয়া দিতে বাধ্য হইলেন যে, তাহাকে চাকরি ছাড়াইয়া আনার দরুণ ক্ষতিপূরণ করিতে হইবে। তিনি বাঁড়িয্যেমশাইকে ইতিমধ্যে হাত করিয়াছিলেন। তিনি আসিয়া গোকুলকে নির্বোধি বলিয়া, অন্ধ বলিয়া তিরস্কার করিতে লাগিলেন এবং এমন একটা ভয়ানক ইঙ্গিত করিলেন, যাহাতে বুঝা গেল, নিমাই রায়কে অপমান করিলে সে বিনোদকে গিয়াও সাহায্য করিতে পারে। গোকুল কাতর কণ্ঠে কহিল, কি করুব মাষ্টারমশাই, মা যে র্তাকে বাড়িতে রাখতেই চান না। চক্ৰবৰ্ত্তমশাইকে হুকুম দিয়েচেন দোকানে পৰ্য্যন্ত যেন তিনি না ঢোকেন। মাষ্টারমশাই প্রশ্ন করিলেন, কারবার, বিষয়-আশয় তোমার, না তোমার মায়ের গোকুল ? তা ছাড়া তোমার বিমাতা এখন তোমার শত্রুপক্ষে, সে সংবাদ রেখেচ ত ? গোকুল ঘাড় নাড়িয়া সায় দিলে বাড়ু যেমশাই খুসি হইয়া বলিলেন, তবে ‘পাগলামি ক’র না ভায় ; রায়মশাইকে