বিরাজ-বেষ্ট 8R চুপ করিয়া থাকিয়া বলিয়া উঠিল, কেবল তুমি নিজের কথা ভাব, আর কিছু ভাব না। অনেক দুঃখে আজ আমাকে এ কথা মুখ দিয়ে বার করতে হ’ল-আজ নিজের ঘরে আমাকে দাসীবৃত্তি করতে দিতে তোমার লজ্জা হচ্চে, কিন্তু কাল যদি তোমার একটা কিছু হয়, পরশু যে আমাকে পরের ঘরে গিয়ে দুটাে ভাতের জন্যে দাসীবৃত্তি ক’রে বেড়াতে হবে! তবে একটা কথা এই যে, সে তোমাকে চোখে দেখতেও হবে না, কানে শুনতেও হবে না-কাজে কাজেই তাতে তােমার লজ্জাও হবে না, ভাবনা চিন্তা করবার দরকার নেই-এই না ? নীলাম্বর সহসা এ অভিযোগের উত্তর দিতে পারিল না। মাটির দিকে খানিকক্ষণ চুপ করিয়া চাহিয়া থাকিয়া চোখ তুলিয়া মৃদুকণ্ঠে বলিল, এ কখনও তোমার মনের কথা নয়। দুঃখ-কষ্ট হয়েচে ব’লেই রাগ করে বলচ। তোমার কষ্ট আমি যে স্বৰ্গে বসেও সইতে পারব না, এ তুমি ठिंक यांना । বিরাজ বলিল, তাই আগে জানতুম বটে, কিন্তু কষ্ট যে কি, তা কষ্ট্রে না পড়লে যেমন ঠিক বোঝা যায় না, পুরুষমানুষের মায়া দয়াও তেমনই সময় না হ’লে টের পাওয়া যায় না ; কিন্তু তোমার সঙ্গে এই দুপুরप्रश्नांद्र ग्रांभेि ब्रांशांब्रांत्रिं ब्रुष्ठ फ्रांझे cन-शा दक्रि उारे कब्रु, श७ Gማርጻ qኻÍ ! যাচ্চি, বলিয়াও নীলাম্বর চুপ করিয়া বসিয়া রহিল। বিরাজ পুনরায় কহিল, আজ দুবছর হ’তে চলল, পুটির আমার বিয়ে DLL S SYY DDLDD LDBBDD BY BD DBBD BDKSBD BDm DBD D ভেবে দেখছিলুম-আমার একটি কথাও তুমি শোন নি। যখন যা কিছু বলেচি, সমস্তই একটা একটা করে কাটিয়ে দিয়ে নিজের ইচ্ছায় কাজ ক’রে গেছ । লোকে বাড়ীর দাসী-চাকরেরও একটা কথা রাখে, কিন্তু তুমি তাও আমার রােখ নি।
পাতা:বিরাজবৌ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৪৪
অবয়ব