পাতা:আরোগ্য - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শনিবারের বৈঠকটা এক বিশেষ ব্যাপার, অনেক লোক সমাগম হয় । শনিবার ছাড়াও লোকজন আসে । হয় বাড়ীতে নয় বাইরে আত্মীয় বন্ধুর সঙ্গে দেখাসাক্ষাৎ হাসিগল্প প্রায় একদিনও বাদ যায় না । গোড়ায় কেশব ভেবেছিল যে ঘনিষ্ট মানুষ ও পরিবারের বুঝি সীমা সংখ্যা নেই। এদের । তারপর অল্পদিনেই সে টের পেয়েছে যে শিক্ষিত অভিজাত সমাজের বহু লোকের সঙ্গেই হয় তো জানাশোনা আছে কিন্তু ঘনিষ্টতার সীমানাটা সঙ্কীর্ণ। কয়েকটি নির্দিষ্ট পরিবার ও কয়েকজন বিশেষ মানুষের সঙ্গেই এদের নিয়মিত মেলামেশার আদান ७2ाiन्म 5Cब्न । লালনার মেলামেশার সীমানা আরও বিস্তৃত । ভাল গান জানে বলে সর্বত্রই তার আদর ও কদর বেশী। লোকের বাড়ীতে ও বাইরে নানা উপলক্ষে নানা অনুষ্ঠানে তাকে নেওয়ার জন্য সর্বদাই টানাটানি b6छ । তাছাড়া, তার বন্ধু এবং বান্ধবীর সংখ্যাও প্রচুর। তার কারণটা বোধ হয়। এই যে বিশেষ অন্তরঙ্গ বন্ধু বা বান্ধবী তার একজনও নেই ! অনেকের সঙ্গে সাধারণভাবে মিলতে মিশতে সে যেন এত ব্যস্ত যে বিশেষ ভাবে কারে সঙ্গেই ঘনিষ্ট হবার সময় বা সুযোগ

  • श न ।

তার সাখাও নেই, সখিও নেই। W বেশীর ভাগ ক্ষেত্রে ললনাকে নিতে গাড়ী আসে। গানের খাতিরে তার এই দাবী সাগ্রহে মেনে নেওয়া হয়। ঘরের গাড়ী চড়ে আসরে বৈঠকে সভায় সম্মেলনে গান গেয়ে গেয়ে বেড়ালে চলবে। কেন । পেট্ৰল খরচের হিসাবটাও তো খেয়াল রাখতে হবে । 88