পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o আর্য্য-নারী । লইয়া স্বয়ং আকবর সাহ অন্যদিক হইতে পুত্তকে আক্রমণ করিতে অগ্রসর হইতেছেন। এইরূপ সময়ে সহসা সম্মুখে একটি সঙ্কীর্ণ গিরিপথের মধ্য হইতে অনবরত গুলি আসিয়া আকবরের সৈন্যগণের উপর পড়িতে লাগিল । বিস্মিত ও স্তম্ভিত হইয়া মোগল দেখিল, তিনটী অশ্বারোহিণী রাজপুতরমণী অল্পমাত্র সৈন্য লইয়া গিরিপথের মুখে তাহাদের পথ অবরোধ করিয়া তাহদের বিপুল সৈন্যরাশির উপর দৃঢ় সন্ধানে ক্ষিপ্রহস্তে গুলি চালাইতেছেন। প্রত্যেক গুলিতেই মোগল সৈন্য হত হইতেছে। এই রাজপুত রমণীক্রয় আর কেহ নহেন,-স্বয়ং কর্ম্মদেবী, র্তাহার কন্যা ও পুত্রবধূ। যুদ্ধের আরম্ভেই কর্ম্মদেবী বুঝিয়াছিলেন, আকবর র্তাহার নিজের সৈন্যদল লইয়া অপরদিক হইতে পুত্তকে আক্রমণ করিবেন। ইহাদের গতিরোধ করিতে পারিলে, পুত্ত প্রথম সৈন্যদলকে পরাজিত করিতে পরিবেন। এই মনে করিয়া কর্ম্মদেবী গোপনে ঐ গিরিপথে অবস্থান করিতেছিলেন। আকবরের সৈন্য যেমন অগ্রসর হইয়া গিরিপথের নিকটে আসিয়াছে, অমনি তিনি, কন্যা পুত্রবধূ এবং সঙ্গীয় সৈন্য লইয়া তঁহাকে আক্রমণ করিলেন। এত অল্প বলে তিনি আকবরের বিশাল সৈন্যদলকে পরাস্ত করিতে পারিবেন, এ দুরাশা বুদ্ধিমতী কর্ম্মদেবী কখনো মনে স্থান দেন নাই। তবে প্রথম দল মোগল