পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারাবাই । লীলার চিরসঙ্গিনী আত্মামি আজ তোমার চিতায় উঠিতে পারিলাম না। যাক, বিধাতার অলঙ্ঘনীয় ইচ্ছায় যাহা ছিল, হইয়াছে। আজ এই দেবমন্দিরের সম্মুখে তোমারই অধীন এ দেহ, তোমার দেহের সঙ্গে চিতায় ভস্ম হউক । তোমারই এ প্রাণ তোমার সঙ্গে পরলোকেঁ মিলিত হউক ৷” অবিলম্বে চিতা প্রস্তুত হইল। স্বামীর দেহ বুকে করিয়া হাসিমুখে তারাবাই চিতায় শয়ন করিলেন। দেখিতে দেখিতে । অতুল সৌন্দর্য্যরাশি ভস্মসাৎ হইল ।