v9. শ্ৰীকান্ত কিছুক্ষণ মৌন থাকিয়া রাজলক্ষ্মী ব্যথিত কণ্ঠে জিজ্ঞাসা করিল, বাড়ীতে তোমার কে কে আছেন ? সাধু কহিলেন, কিন্তু বাড়ী ত এখন আর আমার নেই। রাজলক্ষ্মী আবার অনেকক্ষণ নীরবে থাকিয়া কহিল, আচ্ছা আনন্দ, এই বয়সে সন্ন্যাসী হয়ে কি তুমি শান্তি পেয়েছ ? সাধু হাসিয়া কহিলেন, ওরে বাস রে! সন্ন্যাসীর অত লোভ ! না দিদি, আমি কেবল পরের দুঃখের ভার নিতে একটু চেয়েছি, তাই শুধু পেয়েছি । রাজলক্ষ্মী আবার নীরব হইয়া রহিল। সাধু কহিলেন, উনি বোধ করি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু এইবার একটু তার গাড়ীতে গিয়ে বসি গে, আচ্ছা! দিদি, কখনো দু-চার দিন যদি তোমাদের অতিথি হই, উনি কি রাগ করবেন ? রাজলক্ষ্মী সহস্যে কহিল, উনি-টি কে ? তোমার দাদা ? সাধুজী মৃদু হাসিয়া বলিলেন, আচ্ছা না হয় তাই। রাজলক্ষ্মী বলিল, আর আমি রাগ করব। কিনা জিজ্ঞেস করলে না ? আচ্ছা, চল ত একবার গঙ্গামাটিতে, তার পরে তার বিচার হবে। সাধুজী কি বলিলেন, শুনিতে পাইলাম না, বোধ করি কিছুই * বলিলেন না। ক্ষণেক পরে আমার গাড়ীতে উঠিয়া আসিয়া ধীরে ধীরে ডাকিলেন, দাদা, আপনি কি জেগে আছেন ? BD DLBDDSDDDS SDD BB BBD DS BB BDDD পার্শ্বেসাধুজী একটুখানি স্থান করিয়া লইয়া তাহার ছেড়া কম্বলখানি গায়ে দিয়া শুইয়া পড়িলেন। একবার ইচ্ছা হইল একটুখানি সরিয়া গিয়া বেচারিকে আর একটু জায়গা দিই, কিন্তু পাছে নড়া-চড়া করিতে গেলে, র্তাহার সন্দেহ জন্মে আমি জাগিয়া আছি, কিংবা আমার ঘুম ভাঙ্গিয়া গেছে এবং এই গভীর নিশীথে আর একদফা দেশের সুগভীর সমস্ত । আলোড়িত হইয়া উঠে, এই ভয়ে করুণা প্ৰকাশের চেষ্টা মাত্ৰ করিলাম না । YBuuMB KDD BB BBDB DBDDBD DD BDBS BD DDS DBDD BDBB BB DBDDB LDB DDBDB DBDB DSDu DBLLLLS
পাতা:শ্রীকান্ত - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.pdf/৩৬৭
অবয়ব