পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরমা’র বুলি S 脊 রাজা বলিলেন,-“বন্ধু, আমার দোষ নিও না, শত জন্ম * তপস্যা করিয়াও তোমার মত বন্ধু পাইব না। আজ হইতে তুমি আমার মন্ত্রী। তোমাকে ছাড়িয়া আমি এত কষ্ট পাইলাম ;- আর ছাড়িব না ।” [ রাজা আর মন্ত্রী বন্ধু ] রাখাল বলিল,-“আচ্ছ। তা তোমার সেই ব্লাইট যে হারাইয়া ফেলিয়াছি ; একটি বঁাশী দিতে হইবে ?” রাজা রাখাল-বন্ধুকে সোণার বঁাশী তৈয়ার করাইয়া দিল । 浚 ན་ ԳԳ