পাতা:পরাধীন প্রেম - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেদিন সকালটা ছিল বেশ ঠান্ডা । শীত যেন গিয়েও যেতে চায় না ! বসন্তকে ঠেকিয়ে রাখবেই জিদের বশে ! দিন দই পাত্তা নেই। শীতের { দিব্যি দখিনা বইছে । শেষ রাতে শীত যেন দমকা মেরে ফিরে এল । তার সঙ্গে টিপিটিপি বণ্টি । বেলা তখন নটা হবে! বাণিটি চলেছে সমানে । শীত আরও জাঁকিয়ে এসেছে । শািন্ধ BDDBDB Bgt OBD ttBBSBuB BDD S DBDDB BD BBDBBBDB BB tDBDB BBBB যখন মন্দ হয় না । বসন্তকে দমন-বদরা বাতিল করা অসময়ের শতকে সম্পমান দিতে বিনয়ের মন চায় না । লাল উলের জামাটা তাই কি সে গায়ে চড়ায় না ? কান্তী কাল কলেজে ষায় নি। অনিলের কাছে নোটস টুকে নিতে এসে সে বিনয়ের বাড়ীতে উকি দিয়ে যায় ; বিনয়ের বেশ দেখে বলে, এ বড়াই ভাল নয় । পরীক্ষা আসছে, মনে নেই বঝি ? 3 उभि दर (द मा dदाल ? ঃ পবীক্ষা না দিয়ে উপায় আছে ! ঃ তোমার গায়ে তো একটা আলোয়ানও দেখছি না । কান্তু একটু হাসে । মেয়েদের ঠা"ডা লাগে না । ঃ যে মেয়ে দিনরাত পড়ে পড়ে ছেলেদের হারিয়ো ফাস্ট হয়, তারও কিছ: হয় না ? কম্পিতা মাথা নাড়ে ।--না। তার আসল কারণ কি শািনবে ? দিনরাত পড়ার সহযোগ নেই- ১ সংসারে খাটতে হয়। এ দেশে মেয়ে পর্যুষে অনেক তফাত ভালে যেও না । হাসতে গিয়েও সে হাসে না । হাসিটা যেন ঠোঁটে উকি দিয়েই মিলিয়ে যায় । খানিকক্ষণ তারা পরস্পরের মাখের দিকে চেয়ে নিবাক হয়ে থাকে । তারপর মািখ খোলে কান্তা ঃঃ আনিলের কাছে নোটস টুকতে এসেছিলাম। বাবা, কি থমথম করছে বাড়িটা, সকলের মখ যেন ভাতের হড়ি!! প্রথমটা ভড়কে গিয়েছিলাম--তারপর খেয়াল হল, বকুলকে নিয়ে ওর বাবা আজ সকালে পৌছবেন - ছেলের কঠিন রোগ-ব্যারাম আছে কিনা না জেনেই কেন যে মেয়েদের বিয়ে দেয় ! দিনকাল কি পালটায় নি ? • ওদের কাছে কতটুকু আর পালটেছে বল ? সতেরো ওদের বাড়িতে কম বয়স নয়! ܣ পরাধীন-১