পাতা:কাব্যের কথা - চিত্তরঞ্জন দাশ.pdf/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Soo কাব্যের কথা। তুই আমার ঠাকুরের সনে, ছিলি পুজার সিংহাসনে, তঁারি পূজায় তোমার পূজা করেছি। যৌবনেতে যখন হিয়াউঠেছিল প্ৰস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মত মিলায়ে। ङं ञ् ऊ० ख्tश्र ए८, জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বিলায়ে সব দেবতার আদরের ধন, নিত্যকালের তুই পুরাতন, তুই প্ৰভাতের আলোর সম বয়সী। তুই জগতের স্বপ্ন হ’তে, qcमछिन् अiनन्-6उपाहड, নূতন হয়ে আমার বুকে বিলসি। এ সকল ছত্রের ভিতর এবার আমরা দেখিব যে, বাৎসল্য-রস কেমন ফুটিয়াছে। অবশ্য, ইহাতে ঘোরো বাৎসল্য-রস নাই,-কিন্তু ঘোরাল রকমের রস আছে বটে । এখন দেখিতে চাই, এঃ কি রকম বাৎসল্যরস। মাতা তাহার সন্তানকে বলিতেছে, - “ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে।” কোন খোকা আজও পৰ্য্যন্ত “এলেম আমি কোথায় থেকে কোন খেনে তুই কুড়িয়ে পেলি আমারে।” ৰলিতে পারে কি না জানি না। ইহাতে কবি বোধ হয়, বুড়ো খোকার