পাতা:শ্যামলী - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Go সেই বেতার বার্তার কান খোলে নি তখনো, যদিও প্ৰমাণ হচ্ছিল জড়ো । ইতিমধ্যে আমাদের জীবননাট্যে সাজ হয়েছে বদল । ७ °८झgछ *iाष्ट्रि, আঁচলে বিধিয়েছে ব্ৰোচ, বেণী জড়িয়েছে হাল ফেশানের খোপায় । আমি ধরেছি খাকি রঙের খাটাে প্যাণ্টাৰ আর খেলোয়াড়ের জামা ফুটবল-বলরামের নকলে । ভিতরের দিকে ভাবের হাওয়ারও दलब्न श्ब्न अद्भ, কিছু তার পাওয়া যায় পরিচয় । একদিন কণির বাবা পড়ছেন বসে ইংরেজি সাপ্তাহিক । বড়ো লোভ আমার ঐ ছবির কাগজটার পরে। আমি লুকিয়ে পিছনে দাড়িয়ে দেখছি উড়ো জাহাজের নকশা । জানতে পেরে তিনি উঠলেন হেসে । তিনি ভাবতেন, ছেলেটার বিদ্যার দম্ভ বেশি ।