পাতা:আর্য্যাবর্ত্ত (তৃতীয় বর্ষ - দ্বিতীয় খণ্ড).pdf/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Fir, S98s অদৃষ্ট-চক্র । ዓ@:» अनूछे-ज़्क। তৃতীয় পরিচ্ছেদ । প্রত্যাবৃত্ত । গৃহে আসিয়া যতীশচন্দ্র পিতামহীর যে অবস্থা দেখিল, তাহাতে সে অশ্রু ংবরণ করিতে পারিল না। এ কয় দিন সে কঁাদিতে পারে নাই-দুশ্চিন্তায় ও আশঙ্কায় বেদনার ভার। ৰদ্ধিত হইয়া কেবল অসহনীয় হইয়া উঠিতেছিল। আজ সে যখন পিতামহীর অবস্থা দেখিয়া কঁাদিয়া ফেলিল, তখন সে ভার যেন কিছু প্রশমিত হইল ; সঙ্গে সঙ্গে মনে আত্মাগ্লানির আবির্ভাব হইল । তাহার মনে হইতে লাগিল, পিতামহীর এই বেদনার জন্য যেন সে-ই দায়ী। আর পিতার মৃত্যু ?--সে। হৃদয়ে অজস্র বৃশ্চিকদংশন যাতনা অনুভব করিতে লাগিল। শোকে-দুঃখে হৃদয় কোমল না হইলে মানুষ আপনার কৃত কর্ম্মের গুরুত্ব উপলব্ধি করিতে পারে না-আপনার অপরাধ বুঝিতে পারে না। আজ শোকে দুঃখে বিপন্ন যতীশচন্দ্র বুঝিল, সে স্বাবলম্বনের নামে যে স্বেচ্ছাচার করিয়াছে, তাহার ফলে সে কেবল আপনার সর্বনাশ করিয়াই ক্ষান্ত হয় নাই ; পরস্তু তাহার প্রতি মেহই যাহাদিগের জীবনের প্রবলতম বৃত্তি ছিল-যাহাদিগের সকল কার্য্যের কারণস্বরূপ ছিল, তঁহাদিগেরও সর্বনাশ করিয়াছে। তাহার মত পাপী কে ? BBBD BDDDBDBS BDBK L DB BDSS iBDB D DD D Dg DDD সরোজাকে অপরাধী মনে করিত, আজ সে অভিমান আর তাহার হৃদয়ে স্থান পাইল না ; তাই আজ তাহার মনে হইল, সরোজার ত কোন অপরাধই ছিল না । সে যে অসম্ভব প্রস্তাব করিয়াছিল, সরোজার পক্ষে তদনুসারে কার্য্য করা সম্ভবও ছিল না—সঙ্গতও হইত না। দোষ সরোজার নহে— তাহারই। আর সে তাহার কি সর্ব্বনাশই করিয়াছে। আজ অমূল্যচরণের প্রভাব হইতে দুরে আসিয়া শোকার্ত্ত-ব্যথিত যতীশচন্দ্র আপনার কৃত কর্ম্মের স্বরূপ দেখিয়া বিস্মিত-স্তম্ভিত-শঙ্কিত হইল। তাহার মনে যে বেদনা-যে যাতনা-সে বেদনা কি কখন আপনীত হইবে।-সে যাতনা কি কখন জুড়াইবে ? যতীশচন্দ্র কেবলই ভাবিত। gt D BBDBD BBBBDS SDtBDD TDLBD DBDB DBS DD শুদ্ধ হইয়া যতীশচন্দ্র কলিকাতায় গেল। কলিকাতায় আসিয়া সে অমূল্য