পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e কবিকঙ্কণ-চণ্ডী তৈত্তিরীয় আরণ্যকের অন্তৰ্গত যাজ্ঞিকী অথবা নারায়ণীয়া উপনিষদে সহস্রাক্ষ মহাদেব ক্ষুদ্র, বক্ৰতুণ্ড গণেশ, নদী, ষন্মুখ কাৰ্ত্তিক ও দুর্গাঁর গায়িত্রী দেওয়া আছে। দুর্গার গায়িত্রীর মধ্যে র্তার অপর দুই নাম দেওয়া হইয়াছে কাত্যায়ন ও কন্যকুমাৰী৷— “কাত্যায়নায় বিদ্মহে, কন্যকুমারী ধীমহি, তন্নো দুগ্নিঃ প্ৰচোদয়াৎ।” আচাৰ্য্য রামেন্দ্ৰuBDBD DBDD BDBDuJSgD BBBDDB BDBS BBD DBDBDBS DDD S DBDBB পরিপূর্ণ ;-পাঠেব সময় মনে হয়, বেদ পড়িতেছি না, তন্ত্র পড়িতেছি।” আচাৰ্য্য বিজয়চন্দ্র মজুমদাব বলেন এই উপনিষৎ তন্ত্ররচনার পরে দ্রাবিড়দেশে তৈয়াবী জাল ( नि, ७ १, शङ्खं ) ।। বেদে উষা, পৃথিবী, ভারতী, লক্ষ্মী প্ৰভৃতি আরো দেবী আছেন, তাদের কেহই শক্তিরূপিণী দেবী নহেন, কাহাকেও মাতৃভাবে অনুভব কবা হয় নাই। মনুসংহিতায় ভদ্রকালী দেবীব নিকট বলি উপহার দিবার ব্যবস্থা আছে সিকি শ্লোকে। উচ্চীৰ্য্যকে শ্রিয়ৈ কুৰ্য্যাদা ভদ্রকালৈ চ পাদতঃ।। ব্ৰহ্মবাস্তোম্পতিভ্যান্তু বাস্তুমধ্যে বলিং হবেৎ৷ v9 ve, tys Cen কাত্যায়ন-সংহিতায় গণেশ, গৌরী, পদ্মা, শচী, সাবিত্রী, জয়া, বিজয়া প্রভৃতি আধুনিক দেবদেবীর উল্লেখ আছে। এইজন্য রমেশচন্দ্ৰ দত্ত এই সংহিতাকে অপ্ৰাচীন মনে করেন। পাণিনির বাৰ্ত্তিক প্রণেতা কাত্যায়ন ছাড়াও বহু অপব কাত্যায়ন শাস্তু-সঙ্কলন করিয়াছিলেন ; সুতবাং সংহিতাকার কাত্যায়নকে পাণিনির বাত্তিককাব মনে করা যায় না । রামায়ণে দুর্গার কোনো উল্লেখ নাই। মহাভারতেব বনপর্বে কতকগুলি রাক্ষসীরূপিণী মাতৃকা , স্কন্দের অনুচরী ছিলেন। ঐ মাতৃকা কথাটার অপর অর্থ মাতা হওয়ায় ও শিশু স্কন্দকে মাতৃকাগণ রক্ষা করিয়াছিলেন বলিয়া মাতৃকা স্কন্দমাতা হইয়া উঠিলেন ; এবং যখন স্কন্দ শিবপুত্ৰ হইয়া উঠিলেন, তখন মাতৃকা অম্বিকী নামের সাদৃশ্যে ও সমার্থে শিবপত্নী হইয়া পড়িলেন । এই মহাভারতের মধ্যে প্ৰথম দুৰ্গাকে স্বতন্ত্র প্রধান দেবীরূপে স্তুত ও পূজ্য হইতে দেখি। ইহার কারণ সমগ্ৰ মহাভারত এক সময়ের বা একজনের রচনা নহে। মহাভারতের ভিন্ন ভিন্ন স্থানে যুধিষ্ঠির দুর্গার স্তুতি করিয়াছেন ( বিরাট পৰ্ব্ব, ৬ অধ্যায়), অৰ্জ্জুন দুর্গার স্তব করিয়াছেন। ( সৌপ্তিক, ৬ ও ৭ অধ্যায় ); ভীষ্মপর্বে কৃষ্ণ অৰ্জ্জুনকে যুদ্ধ-জয়ের কামনায় দুর্গাকে প্ৰণাম ও প্রার্থনা করিতে উপদেশ BBDBDSS sBSBB BBDBD DtBB BB S S DDD DLYS DDD DDDDYiiSDS স্কন্দমাতা, কাত্যায়নী, চণ্ডী, চণ্ড, বিজয়া, কালী, কারালী, ইত্যাদি । তিনি অসুরিনাশিনী,