পাতা:কবিকঙ্কণ-চণ্ডী (প্রথম ভাগ) - চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ङ्कङख्लङा शैरकान्न /o শব্দকোষ, প্ৰবাসী পত্রের বেতালের বৈঠকের মীমাংসকগণ প্ৰভৃতি বহু গ্ৰন্থ ও অভিজ্ঞদিগের সাহায্য লাভ করিয়া আমি বিশেষ উপকৃত হইয়াছি । অধ্যাপক শ্ৰীযুক্ত সাতকড়ি অধিকারী মহাশয়, শ্ৰীযুক্ত মনীষিনাথ বসু ও শ্ৰীযুক্ত বিনয়তোষ ভট্টাচাৰ্য্য প্রভৃতি তঁহাদের রচিত দেবতত্ত্ব সম্বন্ধীয় প্ৰবন্ধগুলি আমার টীকার মধ্যে সন্নিবেশিত করিবার অনুমতি দিয়া আমাকে উপকৃত করিয়াছেন । অধ্যাপক রায় বাহাদুর যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি মহাশয় কবিকঙ্কণের উল্লিখিত সমস্ত গাছ-গাছড়া সনাক্ত করিতে ও অন্যান্য অনেক বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করিয়াছেন । প্ৰাচীন বঙ্গ-সাহিত্যের আলোচনায় প্ৰবৃত্ত হইয়া সর্বাপেক্ষা অধিক সাহায্য লাভ করিয়াছি পণ্ডিত শ্ৰীযুক্ত অমূল্যচরণ বিদ্যাভূষণ মহাশয়ের নিকট। এই সূত্ৰে ভঁাহার সহিত যে ঘনিষ্ঠ সংখ্যবন্ধন ঘটিয়াছে তাহা আমার জীবনের পরম সৌভাগ্যের অন্যতম । আমি তঁহার অমায়িক ব্যবহার ও সহৃদয়-সৌজন্যে মুগ্ধ হইয়াছি এবং তঁহার জ্ঞান-সমুদ্রের অগাধত দেখিয়া পরম বিস্মিত হইয়াছি; আমি যখন যে সংশয় তাহার নিকট উপস্থিত করিয়াছি তিনি তৎক্ষণাৎ তাহ মীমাংসা করিয়া দিয়া আমাকে মুগ্ধ বিস্মিত ও চিরঞ্চণী করিয়াছেন। তঁহার নিকট আমার কৃতজ্ঞতা আমি ভাষায় প্ৰকাশ করিতে পারিব না । এই টীকা মুদ্রণের সময়ে কলিকাতা-বিশ্ববিদ্যালয়-প্রেসের সুপারিনটেনডেন্ট শ্ৰীযুক্ত অতুলচন্দ্ৰ ঘটক মহাশয়, মুনসীজী ও অন্যান্য কৰ্ম্মচাবাগণ ভদ্রতার বিশেষ পরিচয় দিয়া আমাকে অনেক সাহায্য করিয়াছেন । যাহাদের নাম উল্লেখ করিলাম ও র্যাহাঁদের নাম অনুল্লিখিত থাকিল র্তাহাদের সকলেরই নিকট আমার কৃতজ্ঞতাপূর্ণ ধন্যবাদ নিবেদন করিতেছি। কবিকঙ্কণের টীকা কবিতে প্ৰবৃত্ত হইয়া কবিকঙ্কণের জ্ঞানের ও পাণ্ডিত্যের পরিচয় পাইয়া বিস্মিত হইয়াছি। আমাদের দেশের তদানীন্তন সমস্ত জ্ঞান ও বিদ্যার সঞ্চয়ভাণ্ডার তঁহার এই চণ্ডীমঙ্গল, কাব্য। এইজন্য এই কাব্য বঙ্গসাহিত্যের একটি বিশিষ্ট স্থান চিরকাল অধিকার করিয়া থাকিবে ।