পাতা:মানিক গ্রন্থাবলী (প্রথম খণ্ড).pdf/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ ब्लू न ८°ा फुा জানিয়ো বাছা, দাই ডাকতে হবে, বিকুর কাছে খবর otys - সুলতার ইচ্ছা হইল বলে, দাই ডাকিতে লোক স্বাক, বিকাশের কাছে লোক ছুটুক, যত কিছু আয়োজন দরকার সব সমাপ্ত হইয়া থাক। ডাক্তার ডাকার কথাটা তো শ্বাশুড়ী কই উল্লেখ করিলেন না ? শুধু দাই এর উপর ইহারা নির্ভর করিয়া থাকিবে নাকি ? BBDBZS DBBDD DBDBD DD DD DSS DBDBBD করেন যেন দরকার না হয় ) প্ৰথম হইতে একজন ডাক্তার আনিয়া বসাইয়া রাখিবো। কিন্তু সে খবর পাইয়া আপিস হইতে আসিবার পূর্বেই যদি ভয়ানক কিছু ঘটিয়া যায় ? সে যদি অজ্ঞান হইয়া পড়ে ? যদি মরিয়া যায় ? মৃন্ময়ী তীব্র দৃষ্টিতে সুলতার মুখের ভাব পরিবর্তন দেখিতেছিল, ঠোঁট ভাঙ্গিয়া হাসিখা বলিল 'বৌ-এর মুখ দেখেছি মা ? যেন ফাসি যাচ্ছে। সারাজন্ম ছেলে বিইয়ে কাটবে, মেয়ে মানুষের এতে এত ভয় কিসের শুনি ?” মা বলিলেন ‘আহা, তুই চুপ কর মিনু।” মৃন্ময়ী উদ্ধত डैन बलिन 'cकन চুপ করব ? হক কথা বলব তার আর চুপ করা করি কি ?” সুলতা ছল ছল চোখে চাহিয়া রহিল । মা বলিলেন, “যাও বৌমা, তুমি শুষে থাকগে। ভাত তো মুখেও করলে না, একটু গরম দুধ খাবে ? সুলতা মাথা নাড়িল। মুন্ময়ী বলিল, “খোকা যখন হয়, আমার শাশুড়ী আমায় একবাটি দুধ গিলিয়েছিল মা। শেষে মারি আর কি বমি করে !” সুলতা ঘরে গিয়া শুইয়া পড়িল। বার দুই অকারণেই তাহার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। চোখ বুজিয়া সে ভাবিতে লাগিল, ও কি ঠিক সময়ে আজি আসতে পারবে ? সকাল বেলাই শরীর ভাল ঠেকছিল না, কেন বললাম না। তথন ? ছোট ননদ সুধাময়ী পাড়া বেড়াইতে গিয়াছিল, ফিরিয়া আসিয়া সন্তৰ্পণে বিছানার একপাশে বসিল, কানে মুখ রাখিয়া চুপি চুপি বলিল 'বৌদি সেই যে বলবে বলেছিলে, এবার বল |’ সুলতা অবাক হইয়া গেল। কিশোরী মেয়ের একি কৌতুহল! বিবাহের কথায় যে এখনো ভাল করিয়া লজ্জা পাইতে শেখে নাই, সে জানিতে চায় পৃথিবীর আলোবাতাসের ডাকে খোকা সাড়া দিতে চাহিলে জননীর কেমন লাগে । মাংসের সীমানায় আলোর জন্মেরও পূৰ্ব্বেকার যে BDD BBDDD DD DDD gBBD LBBDSTBBB আলো কোনদিনই যে অন্ধকারের নাগাল পায় না, চিতাগ্নির পথে যে অন্ধকার আবার আলোর যবনিকার ওপারে -জলিয়া যায়, সেই অন্ধকারে শিশুর অস্তিত্ব সুধার মনে SS জিজ্ঞাসা জাগায় না । জীবনের আরম্ভ তাহার কাছে শিশু ভূমিষ্ঠ হইবার পর, । সে শুধু জানিতে চায়, ওই আরম্ভটা কেমন, শিশুর কাছে উহা কেমন লাগে। অকস্মাৎ চারিদিকে আলো ও শব্দের সমারোহ তাহার নিজের একদিন কেমন লাগিয়াছিল ? যে মা হইতে বসিয়াছে তাহার অনুভূতির মধ্যে সে এই দুর্বোধ্য ঝাপসা কৌতুহলের সমাপ্তি খোজে । গতকল্য বেশ মনে পড়ে, গতবৎসর এতটুকু অস্পষ্ট নয়। এই উজ্জলতা কমিয়া কমিয়া সীমান্তের কাছে স্মৃতি শুধু কয়েকটা অস্পষ্ট বিচ্ছিন্ন ঘটনা, তাহার পরেই এক অস্তুত রহস্য ভরা কুয়াশা। সুধা জানিতে চায় ওই রহস্যের মধ্যে সে কি ছিল। জবাব না পাইয়া তাহার রাগ ~ হইয়া গেল। বলিল “বলবে না তো ? আচ্ছা, নাই বললে।” uBDBDD DDDSDDBB S D DDBS BYDSS সুধা হতাশ হইয়া বলিল “এই শুধু ?” *আর ভয় করছে।” ভয়! মনে হইল এবার যেন সুধা তাহার প্রশ্নের BBDBDB gggLS0DSS BDBD DD DD DBB LD BBBD SuBD করছে বৌদি ? ভারি আশ্চৰ্য্য তো !’ বলিয়া কিশোরী মেয়েটি এক মুহুর্তে গষ্টীর বিষন্ন ও চিন্তিত হইয়া উঠিল। বিকালের দিকে আর সন্দেহের অবকাশ রহিল না যে, আজ রাত্রির অন্ধকারেই আকাশে একটি নূতন জন্মতারকা দেখা দিবে। ক্লিষ্টস্বরে সুলতা বলিল, “সুধা ভাই, মাকে বল ওঁর কাছে লোক যাক । সুধা বলিল, ‘দাদার আসবার সময় হয়েছে, এক্ষুণি ५dgग *igcय ।' সুলতা খানিকক্ষণ চুপ করিয়া রহিল ; বাড়াবাড়ি করিতে লজ্জা বোধ হয়। কিন্তু কি কবিয়াই বা চুপচাপ থাকা যায় ? ছেলের চেয়ে স্বামীর জন্য) প্ৰতীক্ষা করিয়া থাকাটাই তাহার কাছে অধিকতর দুঃসহ হইয়া উঠিয়াছে। এই কথাটা ইহাদের সে বোঝায় কেমন করিয়া ? খানিক পরেই সুলতা আবাবে বলিল, “কিন্তু আপিস থেকে ও যদি কোথাও চলে যায় ভাই ? কোন বন্ধু যদি বায়স্কোপে ধরে নিয়ে যায় ? কি হবে তাহলে ? মৃন্ময়ী সারা দুপুর বার বার ঘরের সম্মুখ দিয়া যাতায়াত করিয়াছে, এ কথাটা সে শুনিতে পাইল । উকি দিয়া বলিল, “কি আর হবে তা হোলে, পৃথিবী রসাতলে যাবে। সে পুরুষ মানুষ এসে তোমার কাছে কি করবে শুনি ? “ আমরাও ছেলে বিইয়েছি ৰীে, এমন বেহায়াপনা কখনও করিনি।” সে অতীত কথা। মনে হয়, এ জন্মে বোধ হয় ঘটে নাই। কী যন্ত্রণার মধ্যেও বাহিরে স্বামীর অস্থির পদচালনায়