পাতা:হলুদ পোড়া - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হলুদ গোড়া S. বারংবার সে কথা হেরম্বেয় মনে পড়িতে লাগিল। এবং তাহাতে বিস্ময়ের তাহার-সীমা রহিল না। ক্ষুধার সাড়া নাই, প্রভার খাবারের কথা এত করিয়া মনে পড়ে কেন ? ক্লিশেষ করিয়া আজিকার এই অপরান্ধে, এই রহস্যময়ীর সান্নিধ্যে চিন্তার জটিল পাক খাওয়ায় ? মাংস কাটিয়া দৈত্য উঠিয়া গিয়াছিল। হঠাৎ হেরম্ব সচেতন হইয়া উঠিল, কড়া তামাকের দুর্গন্ধে চারিদিক ভরিয়া গিয়াছে। রাধা চকিতভাবে বলিল, তামাকের গন্ধ পাচ্ছেন ? পাচ্ছি। দৈত্য খাচ্ছে বোধ হয় । D EuBD DD DBBBS DB DD KBDS DBuBD BD BTB ওকে মি নিষেধ করে” দিয়েছি। দৈত্য যে তামাক খাইতেছে না প্ৰমাণ পাইতে দেরী হইল না। উভয়ের চোখের সামনে উঠান পার হইয়া সে বাহিরের দিকে চলিয়া গেল। রাধা ত্বরিদ্বেগে উঠিয়া দাড়াইল। ছুটিয়া যাইতে উন্থত হইয়া সে থমকিয়া দাড়াইয়া পড়িল । হেরম্ব বলিল, যান কেড়ে নিন গিয়ে । আজ সারাদিন যদি কেসে থাকেন এ তামাকের ধোয়া ফুসফুসে গেলে বঁাচবেন না । রাধা বিবর্ণমুখে বলিল, ক’মাস আগে, মরবার ভয়ে ও দিশেহারা á”ርቛ যেত এখন এমনভাবে তামাক খেতে আরম্ভ করেছে কেন হেরম্ব বাৰু ? ಆದಶ* 可碉1 adli না, নেশা নয়। বোধু, রোগযন্ত্রণায় রোগ যন্ত্রণা ? কি জানি কিসের যন্ত্রণা। আমার গা কঁাপিছে হেরম্ব বাবু। রাধার মুখ অস্বাভাবিক সাদা হইয়া গিয়াছিল, হঠাৎ সে যেন ভয়ঙ্কর ভয় পাইয়াছে। হতাশ কণ্ঠে বলিল, ও টের পেয়েছে-কি করে ও যেন টের পেয়েছে। নিজে মরে আমায় তাই মেরে রেখে যেতে চায়। S.