পাতা:জয় পরাজয় - পাঁচকড়ি দে.pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয় পরাজয় আত্মীয়কে পত্ৰ লিখিল যে, তিনি মহরমের আমোদ দেখিবার জন্য দুইএকদিনের মধ্যে মুর্শিদাবাদে পৌঁছিবেন । পাছে ইনি পথেই এই ভয়ানক ডাকাতের হাতে মজা দেখেন ভাবিয়া, আমরা সকলেই বিশেষ চিন্তিত হইয় পড়িলাম। আমার আত্মীয় মুর্শিদাবাদের মধ্যে একজন সন্ত্রান্ত ব্যক্তি ছিলেন । প্ৰত্যহ সন্ধ্যার সময়ে তাহার বাড়ীতে মুর্শিদাবাদের বহুতর গণ্যমান্য ব্যক্তির আগমন হইত। অন্তও অনেক লোকের সমাগম হইয়াছিল। আজই আবার রণেন্দ্ৰপ্ৰসাদের পৌঁছিবার কথা-সকলেই তাহার প্রতীক্ষা করিতেছিলেন, সকলে উদ্বিগ্ন হইয়াছিলেন, এবং কেবল ডাকাতের বিষয়ই আলোচনা হইতেছিল । অপরাপর দিন সকলে রাত্রি নয়টা না বাজিতে” নিজ নিজ গহে যাইতেন, আজ আর কেহই উঠিতেছেন না ; সকলেই বলিতেছিলেন, “দেখি আর একটু-রণেন্দ্র বাবুর এতক্ষণ আসা উচিত ছিল ?” ষত রাত্ৰি হইতে লাগিল, ততই সকলে আরও উদিগ্ন ভাইয়া উঠিতেছিলেন। এই সময়ে নিকটে পান্ধীর শব্দ হইল ; সকলেই একবাক্যে বলিয়া উঠিলেন, “এইবার নিশ্চয় তিনি আসিতেছেন।” “ছ, যথার্থই তিনি আসিয়াছেন পান্ধী আমাদের বাড়ীর সম্মুখে লাগিল। ব্যস্ত-সমস্ত হইয়া রণেন্দ্ৰ বাবু পান্ধী হইতে নামিলেন ; নামিয়াই বলিলেন, “ভাই, সৰ্ব্বনাশ হইয়াছে -আমার যথাসৰ্ব্বস্ব গিয়াছে।”