পাতা:ভারতের দেব-দেউল - জ্যোতিশ্চন্দ্র ঘোষ.pdf/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতের দেব-দেউল পঞ্চপাণ্ডবের রথগুলির অনতিদূরে কয়েকটা গুহা দেখিতে পাওয়া যায়। তাহদের মধ্যে উন্মুক্ত পর্দাঁতগাত্রে একটি বৃহৎ ফলকচিত্র ‘ব্যাস রিলিফ’ রহিয়াছে।। ৯৬ ফুট দীর্ঘ ও ৪৩ ফুট উচ্চ এক পৰ্ব্বত-গাত্রে অর্জনের তপস্যার চিত্র উৎকীর্ণ রহিয়াছে । এ প্রকার বৃহৎ আকারের সুস্পষ্ট ফলকচিত্ৰ ভারতে এমন কি পৃথিবীর আর কোথাও নাই। ইহার শিল্পীর দক্ষতা বিশ্ববাসীকে বিস্মিত করিয়াছে। দুইটি পাহাড়ের সংযোগস্থলে এমনই কৌশলে শিল্পী কারুকাৰ্য্য করিয়াছেন, যেন দেবাসুরের সমুদ্রমন্থন হইতেছে । চিত্রে অর্জনের তপস্যার বিভিন্ন স্তর কৌশলে ক্ষোদিত হইয়াছে। চিত্রের অন্তৰ্গত একপদে দণ্ডায়মান উদ্ধবাহু কঙ্কালসার অর্জনের মূৰ্ত্তি, গন্ধৰ্ব, অপসার, ত্ৰিদিববাসী ও হস্তীর দল এমনই মনোরম, এমনই সুস্পষ্ট, এমনই সুন্দর যে, মনে হয় যেন সব মোমের পুতুল। প্রধান श्रठाद्धि उाकांझ ०१ × >8 यू5ि । এই গুহাটির নিৰ্ম্মাণ-কৌশল বা কারুকার্না অজন্তা বা ইলোরার গুহার খোদাই অপেক্ষা কোন অংশে হান নয়, বরং কতক অংশ আরও অধিক চিত্তাকর্ষক । গুহাটি পািনর ফুট পৰ্বতের অভ্যন্তর পর্য্যন্ত ক্ষোদিত হইয়া ভিতরে গিয়াছে। তিনদিকে পর্বতগাত্ৰ প্ৰাচীরস্বরূপ, সম্মুখভাগ উন্মুক্ত, উপরের পাহাড়ের অংশই ইহার ছাদ, ছাদের ছয়টি স্তম্ভ নীচে আছে। ডানদিকের দেওয়ালে মহিষাসুরের ও দশভুজার যুদ্ধ-রত অবস্থার বিরাট মূৰ্ত্তি উৎকীর্ণ ভাবে ও গঠনের ভঙ্গিমায় মূৰ্ত্তিটি পৃথিবীর শিল্পসম্ভারের RY) NR অৰ্জ্জুনের তপস্যা vse ििन ७छ्