পাতা:সার্বজনীন - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q8S সার্বজনীন পরমেশ্বর ধীরে ধীরে বলে, অবস্থাটা আমাদের দাড়িয়েছে প্ৰায় অচল। এর একটা প্ৰতিকার না করলে আমরা চোখে অন্ধকার দেখব।-- অবস্থার বড় রকম পরিবর্তনের কথা চিন্তাও করতে পারব না। দুদিক দিয়ে সমস্তাকে ধরতে হবে। কিছু পয়সা আনার ব্যবস্থা করা আর খরচ কমানো । . আমরা ভদ্রলোক, পাঁচজনের কাছে মানসন্ত্রম আছেআগে সুখে ছিলাম-এসব মনে রাখলে চলবে না । আমরা ছেড়া কাপড় পরব, শাক ভাত খাব । একটি একটি খরচ ধরে হিসাব করতে হবে-কোনটা বাদ দেওয়া যায়, কোনটা কত কমানো যায়। তার আগে আয়ের কথাটা ভাবি এসে । সুভাগিনী বলে, ওটাই তো আসল । তার শাখা সম্বল নিরাভরণ দেহের দিকে চেয়ে পরমেশ্বর বলে, আসল বৈকি। তাই তো বুড়ে বয়সে চাকরী নিলাম। মহেশ্বর বিভ্রান্তের মত বলে, চাকরী নিয়েছেন ? : নইলে উপায় কি ? তোমার জন্যও চেষ্টা করছি-তোমাকেও খেটে কিছু পয়সা আনতে হবে। মহেশ্বর খানিকক্ষণ অভিভূত হয়ে থেকে বলে, আপনি পারলে আ খাটতে পারব না ? পরমেশ্বর বলে, পারবে বৈ কি। দরকার হয়েছে, করতেই হবে। তা ছাড়া আরেকটা কথা আছে । আমি বলি কি, একতলা কিম্বা cाङलाप्ने ऊाएछ। ¢क्ष७श्ना शाक । সম্পূর্ণ ? : সম্পূর্ণ। আমার মতে দোতলাটা ভাড়া দেওয়াই ভাল, বেশী ভাড়া পাওয়া যাবে। আমরা সবাই একতলাতে থাকব। সাধন আমার ঘরে থাকবে ।