পাতা:ভারতের সংবিধান.pdf/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৪০
ভারতের সংবিধান
২৪০

________________

ভারতের সংবিধান ষষ্ঠ তফসিল : (৩) এই প্যারাগ্রাফের (২), উপ-প্যারাগ্রাফের বিধানাবলী যেসকল মােকদ্দমা ও মামলার প্রতি প্রযুক্ত হয় তৎসম্পর্কে, রাজ্যপাল, আদেশ দ্বারা, সময়, সময় যেরুপ বিনির্দিষ্ট করিতে পারেন। সেরুপ ক্ষেত্ৰাধিকার ***হাইকোর্টের থাকিবে এবং ঐ আদালত তাহা প্রয়ােগ করিবেন। ..." . (৪) কোন আঞ্চলিক পরিষদ বা, থলবিশেষে, জেলা পরিষদ রাজ্যপালের পূর্বানুমােদন লইয়া, (ক) এই প্যারাগ্রাফ অনুযায়ী গ্রাম পরিষদ ও আদালত গঠন এবং তৎকর্তৃক যে ক্ষমতাসমূহ | :: :: প্রর্যন্ত হইবে- তাই; . . . . .: (খ) এই পারাগ্রাফের (১) উপ-প্যারাগ্রাফ অনুযায়ী মােকদ্দমা ও মামলার বিচারে গ্রাম পরিষদ ..., বা আদালত কর্তৃক অনুসরণীয়প্রক্রিয়া; .. ... .. (গ) এই প্যারাগ্রাফের (২) উপ-প্যারাগ্রাফ অনুযায়ী আপীল ও অন্য কার্যবাহসমূহে আঞ্চলিক _ বা জেলা পরিষদ অথবা ঐরুপ-পরিষদ কর্তৃক গঠিত কোন আদালত কর্তৃক অনুসরণীয় .. . প্রক্রিয়া; .. .. . . .. . : | (ঘ) ঐরপ পরিষদ ও আদালতের সিদ্ধান্ত ও আদেশ বলবৎকরণ; ... : (ঙ) এই প্যারাগ্রাফের (১) ও (২) উপ-প্যারাগ্রাফের বিধানাবলী কার্যে পরিণত করিবার জন্য । | - অন্য সকল সহায়ক বিষয় .. . .. . ... ... . . .. প্রনিয়ন্ত্রিত করিয়া নিয়মাবলী প্রণয়ন করিতে পারেন। .. ... .. + (৫} if [সংশ্লিষ্ট রাজ্য সরকারের সহিত পরামর্শের পর রাষ্ট্রপতি প্রজ্ঞাপন দ্বারা যে .. | তারিখ এতৎপক্ষে নির্দিষ্ট করিতে পারেন সেই তারিখে ও তদবধি, ঐ প্রজ্ঞাপনে যে স্বশাসিত জেলা বা অঞ্চল বিনিদিষ্ট হইতে পারে তৎসম্পর্কে এই প্যারাগ্রাফ এপে কার্যকর হইবে যেন ' (i) (১) উপ-প্যারাগ্রাফে, “যেসকল মােকদ্দমা ও মামলায় এই তফসিলের ৫ প্যারাগ্রাফের, | (১) উপ-প্যারাগ্রাফের বিধানাবলী প্রযুক্ত হয় তদ্ব্যতীত অন্য যেসকল মােকদ্দমা ও।

মামলায় পক্ষগণের সকলে ঐরপ ক্ষেত্রসমূহের অভান্তরস্থ তফসিলী জনজাতিভুক্ত, * -সেই—এই শব্দসমূহের স্থলে, “এই তফসিলের ৫ প্যারাগ্রাফের (1) উপ-প্যারাগ্রাফে :.. উল্লিখিত প্রকৃতির যেসকল মােকদ্দমা ও মামলা রাজ্যপাল এতদর্থে বিনিদিষ্ট করিতে

• পারেন সেগুলি বাদে”—এই শব্দসমূহ প্রতিস্থাপিত হইয়াছিল; ' , ' , (ii) (২) ও (৩) উপ-প্যারাগ্রাফ বাদ দেওয়া হইয়াছিল; 1.উত্তর-পূর্ব ক্ষেত্রসমূহ পেনঃসংগঠন) আইন, ১৯৭১. (১৯৭১-এর ৮১), ৭১ (!) ধারা ও অষ্টম তফসিল , দ্বারা, ‘আসাম”—এই শব্দটি (২১.১.১৯৭২ হইতে বাদ দেওয়া হইয়াছে। ' অসম পুনঃসংগঠন (মেঘালয়) আইন, ১৯৬৯ (১৯৬৯-এর ৫৫), ৭৪ ধারা ও চতুর্থ তফসিল বারা -(২.৪,১৯৭০ হইতে) সন্নিবেশিত। .. . : t। উত্তর-পূর্ব ক্ষেত্রসমূহ (পুনঃসংগঠন) আইন, ১৯৭১ (১৯৭১-এর ৮১), “৭১ (i) ধারা ও অষ্টম তফসিল' দ্বারা কোন কোন শব্দের থলে (২১.১.১৯৭২ হইতে) প্রতিস্থাপিত।

'। ; :