পাতা:নেতাজীর জীবনী ও বাণী - নৃপেন্দ্রনাথ সিংহ.pdf/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সুভাষচন্দ্রের জীবনী ও বাণী
৭৫

বিষন্নতার কারণ জিজ্ঞাসা করেন। নেতাজী তদুত্তরে বলেন “কারণ কি রেঙ্গুনের লোক দূর করিতে পারিবে। আজাদ হিন্দ ফৌজের জন্য আমার ২০ লক্ষ টাকা এখুনি দরকার”। আশ্চর্য্য! চেটিয়ার বণিক দশ মিনিটের মধ্যে ২০লক্ষ টাকা তুলিয়া দিলেন।

 (জ) নেতাজীকে সোনায় ওজন—বর্মী, ভারতীয় ও মালয়ের অধীবাসি নেতাজীকে চার বার সোনা দিয়া ওজন করেন এবং সেই সোনা আজাদ হিন্দ ফৌজের জন্য ব্যয়িত হয়। নেতাজীর ওজন আন্দাজ দুই মণ হইবে।

 (ঝ) জার্মানীতে আজাদ হিন্দ ফৌজ গঠন— নেতাজী জার্ম্মাণিতে পোঁছিবার পর ১৯৪২ সালে ২৬শে জানুয়ারী ১৫০০ জন ভারতীয় সৈন্য দিয়া জার্ম্মাণিতে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। জার্ম্মাণিরা ইহাকে ‘ফ্রীজ ইণ্ডিয়ান’ বলিত। ক্রমশঃ বহু লোক ইহাতে যোগ দেয়। এই সকল সৈন্য লইয়া একটি ব্রিগেড গঠিত হয়। ব্রিগেডটি ১৫টা কোম্পানীতে বিভক্ত হয়। মোট সৈন্য সংখ্যা ৩৫০০ জন ছিল। ইহাদের মধ্যে স্মল আর্মস, ‘হেভী আর্মস’, ‘স্যাপার্স’, ‘মাইনার্স, হেভী এণ্টিট্যাঙ্ক গানস, ইনফ্যাণ্ট্রি গান‍্স, ইণ্ডিয়ান আর্টিলারি কোম্পানি ছিল। ইহাদিগকে হল্যাণ্ডে প্রথম ডিফেন্স লাইনে, দক্ষিণ ফ্রান্সে বোর্দো অঞ্চলে ও লারোসেলে নিয়োজিত করা হয়। ইহারা আত্মসমর্পণ করে। লেঃ যশোবন্ত সিংহের অধীনে এক ব্যাটালিয়ান ইটালিতে নিয়োজিত হয়। নেতাজীর নির্দ্দেশে জার্ম্মান গভর্নমেণ্ট ইহাদিগকে রণ বিজ্ঞানের বিভিন্ন শাখায় সুশিক্ষিত করে এবং ইহাদিগকে