মুরলী/৫৪
অবয়ব
< মুরলী
(পৃ. ৫৪)
৫৪
বিচ্ছেদ পরশে।
মিশ্র কীর্ত্তন—একতালা।
বিষাদ-ঘন বরষে।
সরোষে পবন বহে সনসন
চমকে নয়ন তরাসে।
রাই মুখ-ইন্দু সুধার সিন্ধু
বিরহ-রাহু গরসে
কম্পিত থর থর, কালিম কলেবর
অধীর বিচ্ছেদ পরশে।
কঠিন কুটীল, অন্তরে গরল
সঁপিলি প্রাণ কি ভরসে?
বিধিমতে জানি বিপথ গামিনী
করাইল মাধব তোঁহে;
বচন রসালে কানু মজালে।
ভুলাইল যাদুকর মোহে।
কাহে সই ব্যাকুল খোয়ায়িলি কুল
না মিলি’ তাঁক দরশে;
কেতকী কুসুম কণ্টকে যেমন—
ভৃঙ্গে নাশে সরস বাসে।