বিষয়বস্তুতে চলুন

পাতা:চন্দ্রলোকে যাত্রা - রাজেন্দ্রলাল আচার্য.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চন্দ্রলোকে যাত্রা

 “যাবার একটা উপায় বোধ হয় ঠাউরেছেন?”

 “হাঁ, তা’ স্থির ক’রেছি বৈকি। তবে জনে জনে সে কথা বলার অবসর আমার নাই। কালই একটা সভা ডাকুন। যদি ইচ্ছা হয় সেই সভায় আপনার সমুদয় যুক্তরাজ্যটাকেই নিমন্ত্রণ করুন। যা’ কিছু বল্‌বার সেই সভাতেই ব’ল্‌বো। কেমন, এতে আপনি রাজি?”

 বার্বিকেন মন্ত্রমুগ্ধের মত কহিলেন, “হাঁ, রাজি।”

 বার্বিকেনের সহিত সে দিন রাত্রি বারোটা পর্য্যন্ত আর্দ্দানের অনেক কথা হইয়াছিল বটে, কিন্তু কি কথা হইয়াছিল কেহ তাহা বলিতে পারে না।

 দ্বিপ্রহর রজনীতে লোকে দেখিল, বার্বিকেন হৃষ্টচিত্তে জাহাজ হইতে নামিতেছেন। তাঁহার মূর্ত্তি দেখিয়া মনে হইল, হৃদয়ের গুরুভার আর নাই।

৪০