এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সমুদ্রজয়ী কলম্বাস
বে-পরোয়া লোক তিলে তিলে কারাগারে মরার চেয়ে কলম্বাসের সঙ্গে যেতে সম্মত হলে।···কলম্বাস তাদের আদর করে সঙ্গে নিলেন...
এইভাবে মোট একশো কুড়িজন লোক নিয়ে তিনি ১৪৯২ খৃষ্টাব্দের ৩রা আগণ্ট প্যালোস্ বন্দর থেকে যাত্রা করলেন। তীরে তখন তাঁর সহযাত্রীদের আত্মীয়-স্বজন তারস্বরে ক্রন্দন করছিল এবং প্রত্যেকেই তাঁর নাম ধরে তাঁকে অভিশাপ দিচ্ছিল।
আঠারো বছরের চেষ্টার ফলে, সকলের অশ্রুজল আর অভিশাপের মধ্যে দিয়ে···জেনোয়ার সেই অখ্যাত তাঁর্তির ছেলে···মানব-ইতিহাসের অমর-ধামের দিকে এইভাবে সেদিন যাত্রা শুরু করলেন...