পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশ-প্রদীপ সেদিন গেছে যেদিন দৈবে পাওয়া ফুটি একটি কাচা আম ছিল আমার সোনার চাবি খুলে দিত সমস্ত দিনের খুশির গোপন কুঠুরি, আজ সে তালা নেই, চাবিও লাগে না । গোড়াকার কথাটা বলি। আমার বয়সে এ বাড়িতে যেদিন প্রথম আসছে বেী পরের ঘর থেকে, সেদিন যে-মনটা ছিল নোঙরফেলা নৌকো,-- বানু ডেকে তাকে দিলে তোলপাড় ক’রে। জীবনের বাধা বরাদ ছাপিয়ে দিয়ে এল অদৃষ্টের বদান্তত। পুরোনো ছেড়া আটপৌরে দিনরাত্রিগুলো খসে পড়ল সমস্ত বাড়িটা থেকে। ক'দিন তিনবেলা রশনচোঁকিতে চারদিকের প্রাত্যহিক ভাষা দিল বদলিয়ে ; ঘরে ঘরে চলল আলোর গোলমাল ঝাড়ে লণ্ঠনে। অত্যন্ত পরিচিতের মাঝখানে ফুটে উঠল অত্যন্ত আশ্চর্য । কে এল রঙিন সাজে সজ্জায় আলতাপরা পায়ে পায়ে や°