বিষয়বস্তুতে চলুন

অঙ্গুষ্ঠ/পাথেয়

উইকিসংকলন থেকে

পাথেয়

প্রেম আমাদের
জীবনে পাথেয় হবে;
মুক্ত আকাশে
ডানা মেলে দেব কবে
মেঘ নিয়ে যাবে
নিরুদেশের ভাষা
যাযাবর হাওয়া
শূন্যে বাঁধবে বাসা।