বিষয়বস্তুতে চলুন

অন্তর্যামী/২৭

উইকিসংকলন থেকে

(২৭)

বাজারে বাজারে তবে! বাজা জয় ডঙ্কা!
নাহি লাজ নাহি ভয়, নাহি কোন শঙ্কা!
পরাণ্‌ খানি কাঁপ্‌ছে কত জয় মাল্য গলে,
ফুলের মত কি জানি গো ফুট্‌ছে হৃদি তলে!
সুখের মত দুঃখ আজ, দুখের মত সুখ!
কোন গানের গরবে গো ভরিয়াছে বুক?
প্রাণের মাঝে একি শুনি? কি নীরব ভাষা!
বুকের মাঝে কোন্‌ পাখী গো বাঁধিয়াছে বাসা!
পায়ের তলে বাজে পথ! প্রাণ আজিকে রাজা!
বাজারে বাজারে তবে, জয় ডঙ্কা বাজা!