অমৃত/মাতৃস্নেহ
অবয়ব
< অমৃত
(পৃ. ২০)
২০
মাতৃস্নেহ
হুঙ্কারিয়া কহে বজ্র, কঠোর-গর্জ্জন,
“চুর্ণ করি গিরিকুল, দগ্ধ করি বন;
মুহূর্ত্তেসংহার আমি করি জীবগণে;
মম সম শক্তিশালী কে আছে ভুবনে?”
শুনিয়া ধরণী দুখে কহে, “দুষ্ট ছেলে!
এত শক্তি-গর্ব্ব তুমি কোথা হ’তে পেলে?
তুমি অতি উচ্ছৃঙ্খল, দাম্ভিক সন্তান,
তথাপি মায়ের বুকে এস,—আছে স্থান।”
____
- উপদেশ—মায়ের কাছে ছেলের শক্তির গর্ব্ব করা বৃথা— কেন না
মায়ের নিকট হইতেই ছেলে শক্তি বা ক্ষমতা লাভ করিয়াছে; আর ছেলে
হাজার দুষ্ট হউক, মা ছেলেকে কোলে লইতে ছাড়েন না। দুষ্ট ছেলে
আর শান্ত ছেলে—মায়ের কাছে দুই-ই সমান।