ইঞ্জিল মুকদ্দস্‌/১ বাব

উইকিসংকলন থেকে

১ বাব।

মসীহের পএদাসের বয়ান।

শুনরে মমিন ভাই একীন দিলেতে।
ইসার পএদাস্‌ হৈল অএছা ছুরতে॥
মরিয়ম মসীহের আছিল জননী।
সেই বিবি য়ূষফের হইলে মাঙ্গনি॥
ওঠা বসা তারা যবে নাহিক করিল।
পাক রূহ মার্ফতে সে হামেলা হইল॥
য়ূষফ খশম তার নেক যে আছিল।
তাহার বদ্‌নাম নাহি করিতে মাজিল॥
ছিপায়া ছিপায়া তারে ভিতরে ভিতরে।
ছাড়িয়া দিবার ইচ্ছা করিল অন্তরে॥
এ সববে ভাবা গোনা করিছে দিলেতে।
খোদার ফেরেস্তা এক সেইত ওখতে॥
খোয়াবের মারফতে দেখহ আখের।
তাহার নজ্‌দিকে এসে হইল জাহের॥
আয় দায়ূদের বেটা য়ূষফ মর্দ্দন।
বিবি মরিয়ম তেরা কবিলা আপন॥
আপনার নজ্‌দিগেতে তাহারে লইতে।
দহশৎ করিও না আপন দেলেতে॥
হামেলা হৈয়াছে সে যে কহিনু তোমায়।
হইয়াছে রূহ কদ্দূসের অছিলায়॥
আর এক বেটা সেই বিবি যে জনিবে।
আর তুমি তার নাম ইসা যে রাখিবে॥
আপনার লোকগণে তিনি দুনিয়াতে।
বাঁচাবেন তাহাদের গুনাহ হইতে॥
নবির মার্‌ফতে খোদা আগে যা কহিল।
অএছা ঘটিলে সেই বাৎ পূরা হৈল॥
“দেখ এক কুঙারী যে হামেলা হইবে।
হামেলা হইয়া এক বেটা সে জনিবে॥
সে বেটার নাম ইম্মানূয়েল রাখিবে।
ইয়ানে মোদের সাথে খোদা সে হইবে॥
”এহা বাদে নিন্দ হৈতে য়ূষফ উঠিয়া।
খোদার ফেরেস্তা গেল জেছা ফর্ম্মাইয়া॥
সেই ফেরেস্তার দেখ বাৎ মোতাবেক।
আপন জরুরে নিজ নজ্‌দিকে নিলেক॥
যবতক পহেলৌটা বেটা না জনিল।
তবতক ওঠা বসা নাহিক করিল॥
তা বাদে যখন সেই বেটা পএদা হৈল।
সে বেটার নাম তারা ইসা যে থুইল॥