বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা ২০২২
১লা ডিসেম্বর ২০২২ – ৩১শে ডিসেম্বর ২০২২
স্বাগতম!
কীভাবে মুদ্রণ সংশোধন বা প্রুফরিড করবেন?
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বার্ষিকী উপলক্ষে বাংলা উইকিসংকলন সম্প্রদায় একটি অনলাইন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর কিছু নির্বাচিত বইয়ের উপরে এই মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা চলবে। প্রতিটি কাজের জন্য প্রতিযোগী নির্দিষ্ট পয়েন্ট পাবেন, যার ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে।
এই প্রতিযোগিতা অভিজ্ঞ উইকিসংকলক বা নতুন স্বেচ্ছাসেবক, সকলের জন্যই উন্মুক্ত।
যোগাযোগ
আয়োজক ও পর্যালোচকদের সাথে সরাসরি কথা বলতে ও প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে কোনো সাহায্য ও জিজ্ঞাসার জন্য প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।
পরবর্তী সভা: শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২, রাত ৮:০০ - ৯:০০ (বাংলাদেশ) বা সন্ধ্যে ৭:৩০ - ৮:৩০ (ভারত) বা ১৩:৩০ (ইউটিসি)
সভাটি জুমের মাধ্যমে পরিচালিত হবে। মিটিং লিংক — মিটিং আইডি: 849 4540 9336