বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন আলোচনা:সম্প্রদায়ের প্রবেশদ্বার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিসংকলন থেকে

"মূল লেখা বাংলা ভাষায় না হলেও আপনি এর বাংলা অনুবাদ এখানে যোগ করতে পারেন।" - এখানে স্পষ্ট করে দেওয়া দরকার স্বকৃত অনুবাদ চলবে কিনা। নাকি শুধুমাত্র গ্রন্থাকারে প্রকাশিত এবং পাবলিক ডোমেইনে থাকা অনুবাদই (যেমন মেঘদূতম্‌) কেবল দিতে হবে। --অর্ণব দত্ত ০৭:১৭, ৯ জানুয়ারি ২০১০ (UTC)

স্বকৃত অনুবাদও এখানে দেওয়া যাবে। তবে তার কপিরাইট উইকিসংকলনের কপিরাইটের সাথে সংগতিপূর্ণ হতে হবে। যদি অনুবাদটি প্রকাশিত অনুবাদ্গ্রন্থ থেকে নেওয়া হয় তাহলে দেখতে হবে ঐ গ্রন্থের কপিরাইট কি বলে। যদি তাও পাবলিক ডোমেইনে থাকে, সেক্ষেত্রে অনুবাদ্গ্রন্থ সম্পর্কিত তথ্যও পাতায় যোগ করা উচিত। যদি মূল লেখাটি পাবলিক ডোমেইনে থাকে এবং অনুবাদগ্রন্থটি কপিরাইটেড হয় তাহলে সে গ্রন্থ থেকে অনুবাদ এখানে না দেওয়াই শ্রেয়।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৭, ৯ জানুয়ারি ২০১০ (UTC)

উইকিসংকলন:সম্প্রদায়ের প্রবেশদ্বার নিয়ে একটি আলোচনা শুরু করুন

একটি আলোচনা শুরু করুন