কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/ওহে মন, চলো

উইকিসংকলন থেকে

ওহে মন, চলো

ওহে মন, চলো নিজ নিকেতনে
নিকেতন মানে খড়ে-ছাওয়া ঘর, আর
আকুলতা। ব্রতকথা শেষে
নিয়ে এসো পারনের বেলা প্রতিদিন।
যেন শুনি মিঁয়া-কি মল্লারে
জাগে খরার আশ্বিন, শান্ত ও মধুর। দেখি
গাজনের রাতে ফোটে ধুলোর বন্দনা
যেন ছুঁয়ে যাই সব আকুলতা
রেখা আর রঙের সংকেতে
ওহে মন চলো নিজ নিকেতনে