কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/লঘু বিজয়ার গান
অবয়ব
(পৃ. ৮৯)
লঘু বিজয়ার গান
পোড়াতে পারেনা আগুন এত হিম
হাড়ের ভেতরে
ভেজাতে পারেনা জল, এত দাহ
চোখের মণিতে
পাপ নেই পুণ্য নেই স্বপ্ন নেই আর্তি নেই
এ-ভাঙা জীবনে
স্নায়ুতে-স্নায়ুতে বেজে ওঠে লঘু বিজয়ার গান