কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/ঠিকানা বদল
অবয়ব
(পৃ. ৬৭)
ঠিকানা বদল
প্রতিদিন ঠিকানা-বদল হলে জানি খসে গেল
আলো থেকে আরো একটি
নিঃশব্দ পাজর
লোলজিহ্ব আগুনের প্রতিমান ছিল কোনোদিন
এই ভেবে শুধু দেখে যাই।
কত ছাই জমে আছে প্রত্যেকের নির্জন জীবনে
ঠিকানা বদল
প্রতিদিন ঠিকানা-বদল হলে জানি খসে গেল
আলো থেকে আরো একটি
নিঃশব্দ পাজর
লোলজিহ্ব আগুনের প্রতিমান ছিল কোনোদিন
এই ভেবে শুধু দেখে যাই।
কত ছাই জমে আছে প্রত্যেকের নির্জন জীবনে