বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/৭

উইকিসংকলন থেকে


এই সার্কাস-শহরে ঘুমিয়ে পড়েছে।
সমস্ত মুখোশ
এবার সময় হলো, মুখগুলি নেমে এল
সিঁড়ি বেয়ে, আর
একে একে উঠোন পেরিয়ে সোজা যেদিকে
দুচোখ যায়, যেতে-যেতে
পথ আর আকাশের সঙ্গে মিশে গেল।

পাশ ফিরে, ঘুমোতেই থাকল মুখোশেরা