কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/এখনো
অবয়ব
(পৃ. ৩৭)
এখনো
এখনো রাত্রির দিকে ঘন হয়ে আসছে অন্ধকার
এখনো জলভ্রমে আলোড়িত হচ্ছে বিষ
আজ কেবলই ভেঙে যাচ্ছে দিন
ভেঙে যাচ্ছি রোজ
প্রত্যেকেই
এই ভাঙনের কোনো ধ্বনি নেই, প্রতিশব্দ নেই
প্রতিদিন
এক ভাঙনের বুক চিরে অন্য ভাঙনের দিকে
যেতে-যেতে
কোনোদিন কোনো ফিরে-দেখা নেই
এখনো রাত্রির দিকে ঘন হয়ে আসছে অন্ধকার