কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/স্তব্ধ দূরান্তের দিকে

উইকিসংকলন থেকে

স্তব্ধ দূরান্তের দিকে

দূরান্তের চূর্ণ হাহাকারে ওড়ে জীবনানন্দের চিল
দু-কূল ছাপিয়ে যায় ঘন পার্বনের রাতে
ব্যথিতের গান: বলো, এই
নির্বিকার হিম যাতায়াত ভালো লাগে?
ভালো লাগে যে-কোনো ফুলের
গর্ভকোষে
পতঙ্গের যন্ত্রণা-বিলাস?

মুদ্রার ওপিঠে আছে পরাভব
মেনে নেব সব
যদি বরাভয় দাও, যদি বলো, ভালো
নিদালির ঘোরে
সমস্ত প্রপঞ্চ ভেঙে গুঁড়ো হয়ে যাওয়া
মেনে নেব বিষের প্রপাত, আর
ক্লিষ্ট প্রতিমার দগ্ধ অবশেষ

ভালো, দীর্ঘ ত্রিযামায় জেগে ওঠা প্রস্তুতিবিহীন
স্তব্ধ দূরান্তের দিকে
স্নান যাতায়াতে।