কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৮
অবয়ব
(পৃ. ১৬)
দিনগুলি বড় দ্রুত শেষ হয়ে যাচ্ছে
কেউ তাদের ইতিহাস লিখছে না
ডায়েরির পাতাগুলি উড়ে যাচ্ছে ইচ্ছেমতো
কেউই এদের কুড়িয়ে নিচ্ছে না
এতে আর কিসের কবিতা খুঁজে পাব বলো
তাই কোনোদিন কিছুই খুঁজিনি
ইতিহাস নিয়ে কোনো মাথাব্যথা কখনও ছিল না
দিনগুলি শেষ হয়ে যাচ্ছে, যাক
রাত॥ ১০-০০॥ তদেব