কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৫২

উইকিসংকলন থেকে

৫২

এখন তাহলে নিস্তব্ধতা ভালো। বহুদিন
বোঝাপড়া হলো মুখোশের যাতায়াত
দেখে-শুনে। প্রেত-মানুষের ছায়ায় ছায়ায়
চিল-শকুনের ওড়াউড়ি দেখে ধীরে
ঘুমিয়ে পড়েছি। প্রতিদিন তাঁত বুনে-বুনে
মুছে গেছি জলহীন মেঘের বাস্তব।
সত্যি কি মুছেছি আমি? নাকি অভিশাপ রয়েছে
এখনও! পুড়ে যেতে হবে রোজ। যাই,
পুড়ে যাই এভাবেই। এখন তাহলে নিস্তব্ধতা ভালো...

সকাল ৮-২০, ১৮.৯.১১, সুত্রুতু