কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৫৩

উইকিসংকলন থেকে

৫৩

এখন সবাই অসুখের কথা বলে। তন্দ্রার ভেতরে
অসুখের কালো ছায়া দেখে আঁতকে ওঠে
ধুরন্ধর মানুষেরা। যারা এতদিন বিশ্বাসের মায়া
ছড়িয়ে ছিটিয়ে গুছিয়ে নিয়েছে চোরাগোপ্তা
সিঁড়িপথগুলি, তাদের নিজস্ব ছায়া ও অন্ধকারের
নিপুণ সূচিশিল্প ঢেকে যাচ্ছে অলক্ষুণে অসুখের
জল্পনায়। কেন ঝলমলে পোশাক ফুঁড়ে এরকম
বেরিয়ে পড়েছে নগ্ন শরীরের ব্রণ, কেন এই
অসুখের বিষ নিয়ে কথা বলছি রোজ, কেউ জানো?

সকাল ৮-৪৫, তদেব