কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৬
অবয়ব
(পৃ. ৭৯)
৬
যখন নিসর্গ লিখি, জেগে ওঠে স্মৃতিকাতরতা
প্রতিধ্বনি সহ
আসলে ঈশ্বর লিখি অনুষঙ্গে ঝাপসা করে দিয়ে
গভীর আগুন
এভাবেই দূরে যাই তবু ফিরে ফিরে আসি
তদেব, বিকেল ৪-০০ (অটোয়া, ভারতীয় সময় সকাল ৬-৩০)