কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/১৪

উইকিসংকলন থেকে

১৪

কিছুদূর যাওয়া হলো শুধু, এখনই
এত ক্লান্তি কেন?
কোথায় জমানো ছিল এত ক্লিষ্ট ভার
আগুনের মতো
কেন শুষে নেয় পিকাসোর গিটারের মায়া?
পথের উপরে
নুড়ি ও পাথরে, ধুলোয় কাঁকরে মিশে আছে
কপিশ চোখের ছায়া
কিছুটা কৌতুকে কিছুটা বিষাদে হয়তো প্রশ্রয়ে
ধমনীতে শীত আজ
ধীরে, অবসাদে নেমে আসছে আর সব চিহ্ন
মুছে যাচ্ছে একে একে
কিছুদূর যাওয়া হলো শুধু, এখনই
এত ক্লান্তি কেন?

১১.১১.১১॥ সকাল আটটা ত্রিশ॥ বিশ্ববিদ্যালয় আবাসন