কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/১৫

উইকিসংকলন থেকে

১৫

গোধূলিতে আর কোনো সম্মোহন নেই
নেই কোনো ইশারাও শূন্যতার
আসন্ন রাত্রির কথা ভেবে কেন তবে সেই দিকে
তর্জনি তুলেছ? কিসের অভ্যাসে
দোসর প্রত্যাশা করো নিঃসঙ্গ মানুষ সারাবেলা
পেরিয়ে এসেও, বরং নির্জনে
খোঁজো একান্ত নিজস্ব ছায়া যদিও ক্রমশ নিরন্তর
ঝাপসা হয়ে যাচ্ছে আলোর অন্তিম রেখা

১৪.১১.১১॥ রাত ১০-৫০॥ তদেব