কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৩১

উইকিসংকলন থেকে

৩১

ঘুমের ভেতরে ঢলে পড়ছি প্রতিদিন
তন্দ্রায়, ক্লান্তিতে, অবসাদে যতক্ষণ জেগে থাকি
আধো-ঘুমে কেটে যাচ্ছে যাত্রাপথ
লিখন-প্রণালী জুড়ে নিদ্রাকথা আর পরবাস
জেগে-জেগে স্বপ্ন দেখি অদূরেই মরুদ্যান
দেখি, অবিরল উটের প্রবাহ চলেছে সেদিকে
সারি-সারি তাঁবুর ভেতর থেকে ছিটকে আসছে সুরের লহরী
যেন আরব্যরজনী থেকে উঠে আসছে মায়াবী গল্পের রেশ
এভাবেই মৃত্যু আরো একটু দূরে সরে যাচ্ছে
কিন্তু জেগে-জেগে এই যে ঘুমোই, আধো ঘুমে ঢলে পড়ি
এর কোনো প্রতিশব্দ নেই, ভাষান্তর নেই
তন্দ্রা মানে তন্দ্রা, স্বপ্নের গুজব এতে ছড়ায়ো না
আধো ঘুমে কেটে যাচ্ছে, যাক যাত্রাপথ

সকাল ৬-৩০॥ তদেব॥ ২৩.১১.১১