কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৩২

উইকিসংকলন থেকে

৩২

এই ছায়াঘেরা পরিত্যক্ত যাদুঘর কাকে যে ইশারা করে
এর ভাঙা বারান্দায়, অন্ধকার হলঘরে
সারিসারি করোটিতে, জীবাশ্মে, আদিম মানুষের কথা
বহুকাল স্তব্ধ হয়ে আছে। ধন্যবাদ দিই
তোমাদের কেননা মানবজন্ম ধন্য হলো এতসব
প্রাক্তনের চিহ্ন বয়ে বয়ে যদিও ইশারা
কিছুই বুঝিনি যাদুঘরে ফিরে-ফিরে আসি আর
এক চিলতে ছায়া মেখে নিয়ে যাই নিজস্ব খামারে
রেণু-রেণু হয়ে মিশে যায় ছায়া ও স্তব্ধতা, অন্ধকার মেশে
প্রতিদিনকার ভ্রষ্টতায়, ক্ষতে ও বিকারে
এই তো মানবজন্ম আমাদের ওগো যাদুঘর

সকাল ৭-৫০॥ তদেব