কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৬

উইকিসংকলন থেকে

এই তো শুরু হলো কাউণ্টডাউন
ধাপেধাপে সিঁড়ির পরে সিঁড়ির পরে সিঁড়ি
পেরিয়ে পেরিয়ে অন্তহীন বুদ্বুদের মধ্যে
মিশে যাওয়া: এর নাম পরিণতি, এর নাম সার্থকতা
যা লেখা উচিত তা না লিখে কেন এরকম
উল্টোপুরাণ লিখে চলেছ হে মূৰ্খ কলম!
কাউণ্টডাউন মানে কাউণ্টডাউন
অনিবার্যভাবে শেষের শুরুর প্রথম ঘোষণা
এর কোনো বিকল্প নেই কোথাও
তাই বুদ্বুদ মানে বুদ্বুদ আর কিছু নয়

সিঁড়ির পরে সিঁড়ির পরে সিঁড়ি
পেরিয়ে পেরিয়ে নিজের ছায়ায় মিশে যাওয়া
শুরু হল এই কাউণ্টডাউন

তদেব, রাত ১০-১৫॥ ২৭.৯.১১